নদীর সঙ্গী
আরমান রশীদ
নদীর পাড়ে বসে আছি,
শুধু আমি আর নদী,
হাত বাড়ালেই যেন ছুঁতে পারি
তার বয়ে চলার গতি।
নৌকোগুলো পাল তুলেছে,
দূরে কোথাও হারায়,
মাঝিরা গেয়ে ওঠে গান,
ঢেউয়ের সাথে মিলায়।
নদীর জলে রোদ মিশে যায়,
রঙ বদলায় আকাশ,
সন্ধ্যা নামে ধীরে ধীরে,
চারপাশ হয়ে যায় উদাস।
একটা পাখি ডেকে ওঠে,
বিদায়ের সুর গায়,
হাওয়া বয়ে যায় ধীরে ধীরে,
আমার মনও ভাসায়।
চারদিকে জনশূন্য এখন,
শুধু আমি একা বসে,
নদী আমায় কাছে টানে,
নীরবতার কথা বলে…
2 comments:
😕😕💔
অসাধারণ 🥰
Post a Comment