মনের কথা
আরমান রশীদ
পথ হারা পাখি আমি,
একা একা বসে থাকি।
নিরবে বসে বসে আমি,
তোমার কথা ভাবি।
অচিন পাখি উড়ে যায়,
মেঘের ঐ আড়ালে।
তুমি ও কি খুশি হবে,
আমাকে হারালে?
তোমার ছোঁয়া পাই না আর,
স্বপ্ন জুড়ে থাকি।
স্মৃতির ধোঁয়ায় ভরে ওঠে,
নিঃশ্বাস আমার একাকী।
চোখে মেঘ, মনে রাত,
চাঁদও যেন কাঁদে।
তোমার কথা ভাবতে গিয়ে,
হৃদয় ভেঙে যায় রাঁধে।
তোমার হাসি ভেসে আসে,
নীরবতা ভেদ করে।
জানিনা কেন ভালোবেসে,
হারিয়ে যাই তব রঙে।
0 comments:
Post a Comment