হায়রে গরম
আরমান রশীদ
হায়রে গরম—
শরীরটা করলি নরম।
কারেন্টের যা ধরন,
বলতে লাগে শরম।
ঝরছে ঘাম, কমছে পানি,
বৃষ্টি হবে কখন জানি?
দিনের রোদে ধরল মাথা,
কেউ ছিল না ধরতে ছাতা।
কষ্টের নেই শেষ,
হায়রে আমার দেশ।
ঘরের ভিতর গরম চেপে,
বাইরে বাতাস কেন এতো খেপে?
মেঘ ছিঁড়ে কোথায় চলে গেছে,
বৃষ্টি মিসে গেল বলে কি?
পানির দামে ভোগান্তি,
থেমে যাওয়া পথের অগাধ রহস্য।
রাতের তাপ থেকে তপ্ত,
ঘুম আসে না ভেবে যত্ন।
ভালো নেই মনটা,
মনকে লাগছে এক দফা গরম।
তবুও ভালোবাসি এই দেশ,
যেখানে গরম হয় কম,
এখানে বসে বসে ছায়া নিয়ে,
প্রকৃতির মাঝে ঠান্ডা হাওয়া পাই না কম।
বৃষ্টির পর বিকেলে বেড়াতে যাবো,
গরম হলেও মনের স্বপ্ন দেখবো।
তবে এই গরম ছেলেকে কাছে না আনলে,
ভাগ্যতো জোড় না পাবে, কেমন বলো?
0 comments:
Post a Comment