মা
আরমান রশীদ
মা তোমাকে ভালোবাসি।
তোমার মুখে চাঁদের হাসি -
মা আমি তোমাকেই ভালোবাসি।
মাগো তুমি কষ্ট পেলে -
আমার মন কষ্টে মরে।
মাগো তুমি যেওনা ছেড়ে,
আমায় একা দূরে ফেলে।
যদি তুমি যাওগো দূরে,
আমি তবে যাবো মরে।
তুমি ছাড়া শূন্য লাগে,
সবই যেন মিছে বলে।
তোমার আঁচল ছুঁয়ে মাগো,
পাই যে শান্তির ছোঁয়া।
তোমার কোলে ঘুমিয়ে পড়লে,
ভয়ও যেন যায় হারিয়ে।
তুমি কাছে থাকলে মাগো,
দুঃখ কষ্ট সবই সারে।
তোমার মুখের ডাক শুনে মা,
মনটা আমার যায় যে ভরে।
তোমায় ছাড়া কিছু চাই না,
তুমি আমার পৃথিবী মা।
0 comments:
Post a Comment