Friday, 14 March 2025

শীতের পাখি

 শীতের পাখি
আরমান রশীদ 

আসছে উড়ে শীতের পাখি,
স্বপ্ন নিয়ে মেলে আঁখি।
দূর আকাশে ভেসে আসে,
আনন্দে নাচে বুকের বা-পাশে।

নীল আকাশে ডানা মেলে,
হাওয়ার তালে দুলে দুলে।
কখনো তারা গোল হয়ে ওড়ে,
কখনো বা একাকী চড়ে।

পদ্মা বিলে জল ঝিলমিল,
তাদের খেলা দুপুর বিলি।
পুকুর, নদী, খালে-বিলে,
জমে ওঠে ওদের মেলা সবে মিলে।

সুন্দর সেই সাদা গলায়,
বাঁশির মতো ডাক শোনায়।
পাখিদের ডাকে ঘুম ভাঙে,
শীতের সকাল আরো রাঙে।

হাজার পাখি আসে চলে,
নতুন গল্প তুলে তোলে।
কেউ নামে জল ঠেলে খেতে,
কেউ থাকে ঘাসে বসে রেতে।

বাচ্চারা দৌড়ায় ক্যামেরা নিয়ে,
মুখে হাসি, চোখে আলো দিয়ে।
পাখিদের ছায়ায় ছবি আঁকে,
মনের পাতায় স্বপ্ন রাখে।

তবে কিছু লোভী আসে গোপনে,
বাঁধে ফাঁদ সেই প্রকৃতিপূজনে।
তাই বলি সবাই মিলে,
এসো পাখি বাঁচাই সজীব কিলে।

ওরা অতিথি, আসুক ফিরে,
শীত গেলে যাক তারা স্নিগ্ধ ভোরে।
আসুক বারেবারে পাখিরা উড়ে,
আমরা থাকি তাদের রক্ষায় জুড়ে।

0 comments: