Thursday, 13 March 2025

বর্ষা-১

      বর্ষা-১
আরমান রশীদ 

আকাশ পানে কী দেখা যায়,
এলো কি কালো ভূত?
মেঘদল আজ নেমেছে মাঠে,
পাল্লা দিচ্ছে রীতিমতো রুট।

মেঘেদের সেই আনাগোনা,
বুকের ভিতর বাজে সুর,
মাঝে মাঝে যাচ্ছে শোনা—
বজ্র যেন গলায় গুরগুর।

আকাশ ভেঙ্গে পড়বে বুঝি,
চমকে যায় গাছের শাখা,
ছাতার নিচে দৌড় ঝাঁপে
শহরের সব ব্যস্ত লোকেরা।

পুকুরে নামে জলের দল,
ডোবা-নালা ভরে উঠে,
ছোট্ট শিশুর চোখে দেখা
বর্ষার গল্প বৃষ্টির মূখে।

কাদায় লেপ্টে পা চলে না,
জুতো ঘরে রেখে দেয়,
টিনের চালে বৃষ্টির সুরে
মনের ভেতর গান বাজে।

চায়ের দোকান ঠাসা লোকে,
হাতে ধরা ধোঁয়া চা,
বৃষ্টি থামুক, এই সে চাওয়া—
তবু মন চায় থাক বর্ষা।

0 comments: