Wednesday, 26 March 2025

ঝিঝি পোকার গান


 

ঝিঝি পোকার গান 

আরমান রশীদ

ঝিঝি পোকার ডাক শুনে,
জেগে ওঠে মাঠ-বনে।
গাছের পাতায় ঝিমিয়ে থাকে,
গান শোনায় আপন মনে।

ঝিঁ ঝিঁ ঝিঁ… ডাকতে থাকে,
বাতাস আসে দুলে দুলে।
সন্ধ্যা হলে রাতের কোলে,
মিশে যায় সে ফুলের গলে।

চাঁদের আলো, শিশির রাতে,
গান শোনায় মনের সাথে।
ঝিঝি পোকার মিষ্টি সুরে,
ঘুমিয়ে পড়ে সারা পুরে।

2 comments:

Anonymous said...

অনেক সুন্দর একটা কবিতা।🥰

Anonymous said...

অনেক সুন্দর একটা ছড়া