Sunday, 30 March 2025

ঈদের খুশি


 ঈদের খুশি

 আরমান রশীদ 


চাঁদ উঠেছে আকাশ জুড়ে,

আনন্দ ঝরছে ঘরে ঘরে।

সাজো সাজো নতুন করে,

ঈদ এসেছে দ্বারে দ্বারে!


মিষ্টি খাবার, নতুন জামা,

হাঁশি-ঠাট্টার নেই কো মানা!

সবার মুখে খুশির রঙ,

ঈদ মানে যে ভালোবাসার ঢঙ।


গরিব-দুঃখী ভুলবে না,

ভালোবাসা ছড়িয়ে দে না!

মিলে মিশে সবাই থাকি,

ঈদ মোবারক, খুশি রাখি!

0 comments: