Monday, 7 April 2025

নিরব ভালোবাসা


 নিরব ভালোবাসা

আরমান রশীদ 


আমি একজনকে প্রচণ্ড ভালোবাসি। প্রথম যেদিন তার সঙ্গে পরিচয় হয়েছিল, সেদিন থেকেই যেন মনের ভেতর এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। যদিও এখনো সামনাসামনি দেখা হয়নি, তবুও তার প্রতি অনুভূতিটা দিনকে দিন আরও গভীর হয়ে যাচ্ছে।


তার মায়ায় আমি এমনভাবে আবদ্ধ হয়ে গেছি যে, কখন যে তাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি—তা বুঝতেই পারিনি। তার সঙ্গে কথা না বললে ভেতরটা একরকম ফাঁকা ফাঁকা লাগে। মনে হয়, কিছু একটা নেই। আর ঠিক সেই শূন্যতাই মুছে যায় যখন তার কণ্ঠস্বর শুনি, যখন তার সঙ্গে একটু কথা হয়।


আমি তাকে সারাজীবনের জন্য চাই। বিশ্বাস করি, একদিন নিশ্চয়ই আমাদের দেখা হবে—হয়তো খুব শীঘ্রই। যদি তাকে জীবনে পাশে পাই, তাহলে হয়তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা পূর্ণতা পাবে।


আমি চাই, সে হোক আমার জীবনসঙ্গী। তাকে আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাই, ভালোবেসে ভরিয়ে দিতে চাই তার জীবন। এই ভালোবাসাই আমার সবচেয়ে খাঁটি অনুভূতি।

1 comments:

Venom said...

😍🥰Awesom😍🥰