Thursday, 24 April 2025

চাঁদ


 চাঁদ

আরমান রশীদ 


রাতের কোলে নেমে আসে চাঁদ, 

জোছনার ঢেউয়ে ভেসে যায় মন। 

নীরবতা খোঁজে তারই সাধ, 

আলোয় লেখা এক শীতল দহন। 


জানালার পাশে চুপচাপ বসে, 

ভাবনার মাঝে ডুবে রয় প্রাণ। 

তার চোখ যেন হারানো কসে, 

কথা না বলেও বোঝায় খানিক জান। 


সে কি শুধু দূরের আলো? 

নাকি কারো মায়ার স্পর্শ? 

মন ছুঁয়ে করে দেয় ভালো, 

নিভৃতে বয়ে যায় জোছনার দর্শ। 


চাঁদই তো বন্ধু, নীরব সন্ধান, 

যে জানে হৃদয়ের গোপন বাণ।

0 comments: