Thursday, 24 April 2025

স্বপ্নের শহর

 


স্বপ্নের শহর

আরমান রশীদ 


এই শহরটা কখনো ঘুমায় না,

আলো নিভে গেলে যেন- 

স্বপ্ন জেগে ওঠে রাস্তাঘাটে।

নিয়ন বাতির নিচে দাঁড়িয়ে থাকে,

কিছু হারিয়ে যাওয়া চাওয়া,

আর দেয়ালের ছায়ায় ঘুমিয়ে পড়ে- 

ক্লান্ত কিছু অপেক্ষা।


ছাদে ছাদে উড়ে বেড়ায় কল্পনার ঘুড়ি,

যা কোনো বাঁধা মানে না, 

শুধু উড়তেই চায়, অনেক দূর।

একেকটা বাস থেমে যায় ঠিক মাঝরাতে,

যেখানে কেউ নামে না, 

তবু নামে আশা, থামে অভিমান।


চায়ের কাপে ভাসে দিনশেষের গল্প,

কেউ বলে—ভালো আছি, 

কেউ বলে—বাঁচি কোনোভাবে।

এই শহর জানে, 

কাকে কিভাবে চুপ করিয়ে দিতে হয়,

আবার কিভাবে একটা স্বপ্নকে-

 চিৎকার করে জাগিয়ে তুলতে হয়।


বিলবোর্ডে হেসে থাকা মুখের পেছনে- 

থাকে নিরব কান্না,

ফ্লাইওভারের নিচে কেউ আঁকে- 

ভবিষ্যতের মানচিত্রখানা।

যা হয়তো দেখা যাবে না, 

কিন্তু অনুভব তো করা যাবে।


এই শহর কেবল ইট-পাথরের নয়,

এ শহর অনুভূতির, 

অসম্পূর্ণ স্বপ্নের, 

হারিয়ে ফেলা নামের।

প্রতিটি মোড় যেন বলে—

“আরেকটু এগিয়ে চল, এখনও শেষ নয়।”


তাই তো, বারবার ফিরে আসি এ শহরে,

স্বপ্নগুলোকে নতুন করে পরার জন্য।

0 comments: