Thursday, 24 April 2025

সময়


 সময়

আরমান রশীদ 


সময় কখনো থামে না,

আমাদের ব্যস্ততার মাঝেই- 

সে নীরবে পথ হাঁটে।


ঘড়ির কাঁটা ঘোরে, 

আর ঘুরতেই থাকে,

কিন্তু সময় কি কেবল- 

ঘড়ির মধ্যে বাঁধা?


না, সে তো চোখের কোণে- 

একটুকরো অপেক্ষা,

বা মনের ভিতর- 

এক ভাঙা প্রতিজ্ঞা।


সে আমাদের সঙ্গে চলে না, 

আমরা চলি তার পেছনে,

আমরা যতোই ধরি—

সে ততই ফসকে যায়।


সময় কথাও বলে না,

তবু তার নীরবতায়-

অজস্র অর্থ লুকিয়ে থাকে।

একটা মুহূর্ত-হাঁসি এনে দেয়, 

আরেকটা ছিনিয়ে নেয় সব।


তুমি ভাবো, “আরও সময় পেলে...”

কিন্তু সময় কি কাউকে কখনো সত্যিই কিছু দেয়?

সে শুধু নেয়, 

আর দিয়ে যায় স্মৃতি।


আর আমরা কী করি? 

স্মৃতির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকি,

ভবিষ্যতের দিকে চেয়ে,

যার মানে আজও পরিষ্কার নয়।


সময় আমাদের শেখায়—

ছুটে চলা মানেই সব নয়,

মাঝে মাঝে থেমে তাকানোও- 

সময়ের প্রতি শ্রদ্ধা।


তুমি যদি ভালোবাসো কাউকে, 

এখনই বলো,

কারণ সময় অপেক্ষা করে না, 

সে কেবল এগিয়ে চলে।

0 comments: