Thursday, 24 April 2025

আলোর ছায়া


 আলোর ছায়া

আরমান রশীদ 


আলো থাকলে ছায়া থাকবেই-

এ যেন এক অলিখিত সত্য,

যেমন হাসির ভেতরে লুকিয়ে-

থাকে না বলা কান্না।


যখন সূর্য মাথার ওপরে দাঁড়ায়,

তখন ছায়া পায়ের নিচে গুটিয়ে আসে।

আলো আমাদের সামনে যা তুলে ধরে,

ছায়া ঠিক তারই পেছনের গল্পটা বলে—নীরবে।


তুমি যাকে সত্য ভাবো,

তার ছায়া হয়তো একেবারে অন্য কিছু বলে,

তবু আমরা কেবল আলোর দিকেই তাকিয়ে থাকি,

কারণ ছায়ায় চোখ রাখতে সাহস লাগে।


রাতে জানালায় বসে যখন চাঁদের আলো ফোটে,

তখন পাশের দেয়ালে আঁকা ছায়াটাকে কি দেখো তুমি?

সেই ছায়া হয়তো তোমারই,

কিন্তু তার গল্প তুমি জানো না পুরোপুরি।


আলো মানুষকে দেখায়-

কে কী পরেছে, 

কী বলছে, কী করছে,

আর ছায়া বলে—কে কেমন ভাবছে, 

কী লুকিয়ে রাখছে।


আলো চোখে পড়ে, 

ছায়া মনে গেঁথে যায়।

আলো যদি তোমার বাহ্যিক চেহারা হয়,

তবে ছায়া হলো তোমার মনের আয়না।


এখন প্রশ্ন হলো-

তুমি কোনটিকে বিশ্বাস করবে?

জ্বলজ্বল করা আলোকে, 

না তার পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটিকে?

0 comments: