প্রকৃতির স্পর্শ
আরমান রশীদ
একদিন হঠাৎ বৃষ্টি নেমে বুঝিয়ে দেয়,
প্রকৃতি সব কিছু জানে।
আমরা যখন ক্লান্ত,
একটা হাওয়া এসে চুপিচুপি কানে বলে,
“তুমি একা নও।”
গাছের পাতায় লেগে থাকা শিশির,
মাটির গন্ধ,
কিংবা নদীর কলকল ধ্বনি—
সব যেন আমাদের মনকে ছুঁয়ে দেয়-
এক অদ্ভুত নীরবতায়।
তুমি ব্যস্ত থেকো সভায়,
দৌড়ে বেড়াও শহরের বাঁকে,
তবু এক টুকরো সবুজ দেখলে-
থেমে যেতে ইচ্ছে করে না?
প্রকৃতির কোনো চিৎকার নেই,
তবু তার প্রতিটি স্পর্শ-
যেন অনন্ত কিছু বলে যায়।
একটা প্রজাপতির ওড়ার মধ্যে জীবন খুঁজে পাই,
একটা পাখির গান শুনে মন হাসে।
যেমন করে মায়ের হাতের-
ছোঁয়ায় ঘুমিয়ে যায় শিশু।
প্রকৃতি আমাদের ভালোবাসে নিঃশব্দে,
আমরা কি তাকে সেইভাবে ভালোবাসি?
হয়তো না।
আমরা তার বুকে কাঁটা গাছ লাগাই,
গাছ কাটি, জল দূষণ করি,
তবুও সে আমাদের তাড়িয়ে দেয় না।
তার এই নিঃস্বার্থ ভালোবাসা—
হয়তো এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর ভাষা।
0 comments:
Post a Comment