Thursday, 31 July 2025

Titanic Love


Titanic Love

By

Arman Rashid

 

Canto I

I found her by the ocean’s song,

A quiet gaze where dreams belong.

The world was vast, the sea so wide,

Yet all I saw was pain she’d hide.

 

She turned, and in her graceful flight,

A glow remained, like moon’s delight.

No diamond shone with such pure grace,

Time paused to watch her glowing face.

 

We met as strangers, hearts unsure,

But slowly found a love so pure.

Her laugh broke through like springtime rain,

Unchained from sorrow’s silent chain.

 

Together high, our spirits flew,

Beneath the moon’s embracing hue.

 

 

Canto II

The night grew wild, the sky turned black,

But she held on, no step went back.

Amidst the roar and battle’s cry,

Our bond endured, it did not die.

 

We ran through flame, through icy breath,

Still bound by love, defying death.

I swore I'd guard her from the chill,

And shield her with my burning will.

 

The lifeboats filled, yet none for me,

I let her go, so she’d be free.

We found a board to share the dark,

I held her close she held my spark.

 

She cried, "Please stay, don’t slip away,"

But fate had claimed the break of day.

 

 

Canto III

She lived, though something stayed behind,

A voice that echoed in her mind.

The world moved on, but not her soul-

It kept me whole it made her whole.

 

Each wrinkle wore my softest sigh,

Each dawn recalled our last goodbye.

She danced through life but paused mid-tune,

Still hearing me beneath the moon.

 

She whispered to the ocean deep,

“My love still walks within my sleep.”

Though time may fade what hands once knew,

The heart remembers what was true.

 

At ninety-eight, she closed her eyes,

And found me past the silver skies.

Love, Purity, and the Walls We Build


Love, Purity, and the Walls We Build 

By

Arman Rashid


They say that love must have a price, 

 A match made only if all looks nice. 

 But why should hearts be torn apart, 

 By class, by wealth, by rules so smart? 


 No faith on earth has ever taught, 

 That love be sold or peace be bought. 

 True faith speaks of mercy and grace, 

 Not walls we build or lines we trace. 


 Marriage, they say, is pure and true, 

 But we’ve made it hard to go through. 

 A bond once sacred, now confined- 

 To status, pride, and narrow mind. 


 But faith is clear, the words are bright- 

 If hearts align, then let it unite. 


 A man and woman, both sincere, 

 Should wed in truth, without the fear. 

If love is clean, if hearts are sure, 

 Why make the pain so hard to endure? 


 I may be poor, but I believe, 

 That love, not wealth, will help me live. 

 If loving her is seen as wrong, 

 Then let me walk that path lifelong.

 

 A life without her by my side, 

 Is one where joy would never hide. 

No gold, no name, no rich degree, 

Can judge the value of love I hold within. 


 We call it sin to love and try, 

 Yet prophets smiled when hearts could fly. 

A hut with love is heaven made, 

A mansion cold with hearts that fade. 


So don’t just bow to every voice, 

Sometimes the heart must make its choice.

Monday, 28 July 2025

Unspoken Love


 

Unspoken Love

By

Arman Rashid

 

Canto-i

I had never loved anyone before,
Love stories always felt far from me.
But then one day, a girl appeared,
And changed something deep inside me.

We met online, just by chance,
We talked often-laughing day and night.
One day, I asked if we could meet face-to-face,
She hesitated, but I kept asking with grace.

At last, she agreed, and the day soon came,
My heart beat fast, nothing felt the same.
When I saw her, time seemed to freeze,
She looked like a fairy in the morning breeze.

Her gentle face, her soft, sweet smile,
Her deer-like eyes that could beguile.
Right then I felt, so deep, so whole-
She owned my heart, she touched my soul.



Canto-ii

We talked each day like two good friends,
But fear grew deep-it never ends.
What if I spoke and lost her grace?
What if silence kept her in place?

We met again for a moment's grace,
And joy returned upon her face.
My heart replayed the dreams we knew,
In silent trust and love so true.

She never guessed the depth I bore,
The love I hid and so much more.
I stayed quiet, afraid to show,
The love I felt, so deep, so low.

She was the light I couldn’t hold,
The warmth I felt but never told.
So I loved her in a secret way,
Hoping her memory would always stay.



Canto-iii

I don’t know if fate wrote her for me,
If her name is carved in my destiny.
But she remains in my heart so deep,
A love that’s mine alone to keep.

She never knew, and maybe never will,
How her presence could make my world stand still.
She’ll move ahead, find dreams to chase,
And I’ll remember her soft, kind face.

And I remained with feelings left unsaid,
With quiet poems dancing in my head.
Some loves are born but never shown,
Yet bloom in hearts all on their own.

So even if my story ends one day,
She’ll still be there, in her own way.
A love unspoken, soft and true-
Forever mine, though she never knew.

 

Friday, 25 July 2025

I Want to Get Lost in You


 I Want to Get Lost in You 

By

Arman Rashid


 I want to get lost in you, 

 In everything you say and do. 

 No need to search or find my way, 

 With you, I want forever stay. 


 Your eyes are oceans deep and wide, 

 Where all my dreams and hopes reside. 

 I dive into your silent song, 

 And feel at home where I belong. 


 When you smile, the world feels right, 

 Your touch turns darkness into light. 

 No map can show a path so true- 

 I lose myself in only you. 


 And in that loss, I find my start- 

 You are the home inside my heart.

Sunday, 20 July 2025

July - The Month of Thirty-Six Days


July - The Month of Thirty-Six Days
by
Arman Rashid


My heart is heavy, peace feels far,
A memory burns like a fading star.
One year ago, this very July,
We watched our brothers bleed and die.
The world may count just thirty-one,
But for us, the days were thirty-six long.
Each one written in fire and tears,
Etched with pain, with cries and fears.

A peaceful chant turned into a roar,
Justice knocked on a closing door.
The rulers sent bullets, cold and blind,
To silence truth and break the mind.
Not just students, but parents too,
Labourers joined the marching crew.
Every street became a field of flame,
Yet hope refused to die in shame.

Mughdho, Said, Asif fell—
Their blood still speaks, their spirits dwell.
On August five—or July’s thirty-sixth—
The tyrant’s fall, the dawn was fixed.
We rose, unarmed, but bold in will,
Their guns could kill, but not our thrill.

I never saw the war of '71,
But I’ve faced this fire, I did not run.
For justice, for truth, I raised my voice,
And stood with pride, I made my choice.

One day my child may ask me, “Dad,
Were you afraid, were you ever sad?”
I’ll say, “I stood where heroes bled,
And held the torch they once had held.
You live free now, because they fell—
Their names in fire, we must retell.”

So July cries, and we still hear,
Their silent songs ring sharp and clear.
For thirty-six days, they gave their all—
That we might rise, and never fall.

I Want to be your Dream’s


I Want to be your Dream’s

By 

Arman Rashid


  I want to be in your dream’s, 

 To stay with you in quiet streams. 

 Not just in day or bright sunlight, 

 But in the calm of soft moonlight. 


 When you close your eyes to sleep, 

 My love will gently come to keep. 

 No words are needed, no loud calls, 

 Just me beside you through it all. 


 In dreams where time can softly bend, 

 I want to be your secret friend. 

 To hold your heart when you feel low, 

 And light the way when nights are slow. 


 So, when you dream, just close your eyes- 

 You’ll find me there, your sweet surprise.

Friday, 18 July 2025

Seeing You Makes Me Feel Better


Seeing You Makes Me Feel Better

By

Arman Rashid


When my sky is full of grey, 

 And all the joy feels far away, 

 I see your face, so calm and near, 

 And suddenly, the light feels clear. 


 Your smile is soft, your eyes are kind, 

 They bring me peace I couldn’t find. 

 Like morning sun on rainy days, 

 You chase my heavy thoughts away. 


 You never ask, you never try, 

 But still, you wipe the tears I cry. 

 Just standing close, not saying much, 

 You heal my heart with just your touch. 


 No medicine or magic letter- 

 Just seeing you makes me feel better.

Wednesday, 16 July 2025

জুলাই - ছত্রিশ দিনের মাস


জুলাই - ছত্রিশ দিনের মাস

আরমান রশিদ 


আজ মনটা ভালো নেই, শান্তি খুঁজি চোখের ভাঁজে,

এক বছর আগের গল্প, আজো হৃদয়ে বাজে।

চোখের কোণে জমে আছে, রক্তরাঙা স্মৃতি,

জুলাই মাস—একটি নাম, এক গভীর ট্র্যাজেডি।


পৃথিবীর কাছে একত্রিশ, বাঙালির কাছে ছত্রিশ,

এই মাস লিখেছে আগুনে, এক যুদ্ধের ইতিহাস।

শান্তিপূর্ণ কণ্ঠরব কীভাবে গর্জন হলো,

শাসকের গুলি চুপিচুপি কত প্রাণ কেড়ে নিলো।


শুধু ছাত্র নয়, বাবা-মা, শিশু, শ্রমিক, রিকশাওয়ালা,

সবাই নেমেছিল রাস্তায়, কণ্ঠে একটাই জ্বালা।

ন্যায়বিচারের এই দাবিতে, ভেসে যায় সব বাধা,

শোষণের মুখোমুখি দাঁড়ায়, একটাই জাত-সাধা।


মুগ্ধ, সাইদ, আসিফরা, হয়ে ওঠে শহীদ,

তাদের রক্তেই রচিত হয়, নতুন একটা চিত্তবীধ।

পাঁচ আগস্ট—ছত্রিশ জুলাই, জয় হোক জনগণের,

সেই দিন ভেঙেছিল শাসকের পাথর হৃদয়দ্বার।


আমি একাত্তর দেখিনি, তবে দেখেছি এই আগুন,

নিজের চোখে দেখেছি ক্ষয়, শুনেছি রক্তের ধ্বনিমূল।

আমার সন্তান একদিন হয়তো জিজ্ঞেস করবে আমায়—

“বাবা, তুমি কী করেছিলে সেই ছত্রিশ দিনের ভয়?”


আমি বলব—

আমি দাঁড়িয়েছিলাম, কাঁদতেও ভয় পাইনি,

ভবিষ্যতের পাশে ছিলাম, শিকল ভাঙা ঠেকাইনি।

এই যে আজ তুমি স্বাধীন, এই যে নতুন সকাল,

তার পেছনে আছে অনেক মুগ্ধের নিঃশেষ গর্ভজ্বাল।


তাদের ভুলে যাওয়া পাপ, স্মরণে থাকুক তারা,

কারণ, জাতির হৃদয় লিখে শহীদেরেই নামধারা।

জুলাই, তুমি কাঁদো, আমরাও তোমার সাথেই,

ছত্রিশ দিনের সেই আগুন আজো জ্বলছে পথেই।

Tuesday, 15 July 2025

I Want to Be Yours Forever


 I Want to Be Yours Forever

By 

Arman Rashid


I want to be yours forever, 

 No matter what, no matter weather. 

 Not for gold or fancy ring, 

 Just your love is everything. 


 Mayaboti hold my hand, 

 Walk with me across the land. 

 No big words, no promises loud, 

 Just us two, quiet and proud. 


 When you’re happy or when you cry, 

 I’ll be with you, always nearby. 

 Through every joy and every pain, 

 My love for you will always remain. 


 So, hear me now, my heart is true- 

Forever, Mayaboti I belong to you.

স্বাধীনতার দ্বিতীয় অগ্নিযুগ



স্বাধীনতার দ্বিতীয় অগ্নিযুগ

আরমান রশিদ 

 

 [উক্ত দিনলিপি তে আমার নিজের চোখে দেখা ঘটনা, নিজের বাস্তব অভিজ্ঞতা এবং ওন্যদের থেকে শুনতে পাওয়া ঘটনার তথ্যের মিশ্রণে তৈরি একটা ছোট গল্প]


📅 ১লা জুলাই, সোমবার:

আজ ক্লাসে গিয়ে আর মন বসাতে পারিনি। সকাল ১১টার দিকে ফেসবুকে খবর পেলামসরকার চাকরির কোটা পুনর্বহাল করেছে। মুক্তিযোদ্ধা ৩০%, নারী ১০%, আদিবাসী প্রতিবন্ধীদেরও কোটা। হঠাৎ যেন ২০১৮ নয়, ১৯৭১ ফিরে এলো। যুদ্ধে নয়, আমরা যাচ্ছি বৈষম্যের বিরুদ্ধে এক লড়াইয়ে।

সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মেইন গেটে গিয়ে দাঁড়ালাম। কেউ হাতে প্ল্যাকার্ড, কেউ গলায় বাঁধা কালো কাপড়। কেউ বলল— “মাঠে নামি ভাই, ফেসবুকে আর কত?”

আমরা নীরব মিছিল করলাম। কিন্তু বুকের ভেতর ছিল আগুন।

 

 

📅 ২রা জুলাই, মঙ্গলবার:

প্রধানমন্ত্রীর এক বক্তব্যে আমাদেররাজাকারের বংশধরবলা হলো। মাথা নত হয়ে আসলো না, মাথা উঁচু করে শপথ করলাম— “এই দেশের কেউ যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়, তবে আমরাও শহীদের নাতি!”

আজকের মিছিলটা ছিল অন্যরকম। স্লোগান গর্জে উঠেছে:

চেয়েছিলাম অধিকার,

হয়ে গেলাম রাজাকার!”

প্রথমবার ছাত্রলীগ এসে লাঠি হাতে। তাদের চোখে ঘৃণা, আমাদের চোখে দৃঢ়তা।

আজ বুঝলামআন্দোলন শুরু হয়ে গেছে। আর ফেরা নেই।

 

 

📅 ৩রা জুলাই, বুধবার:

রাতটা ছিল যুদ্ধের রাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হানা দিলো ছাত্রলীগের ক্যাডার বাহিনী। অনেকটা ৭১-এর ২৫শে মার্চের মতো, শুধু পোশাক আলাদা।

বন্ধু অনিকের ঘাড়ে লাঠির আঘাত, নীরার মোবাইল ছিনতাই করে ছবি ডিলিট করে দিয়েছে।

আকাশে হেলিকপ্টারের শব্দ নেই, তবুও মনে হচ্ছিল পাখি উড়ছে নাভয় পেয়েছে।

আমি আজ প্রথমবার রাস্তায় শুয়ে পড়া এক ছাত্রের গায়ে হাত রেখেছিলামসজীব নাম, গুলিবিদ্ধ। বলেছিল, “ভাই, আমার আম্মারে বলে দিওআমি দেশটা ভালোবেসে মরলাম।

 

 

📅 -- জুলাই:

পুরো বাংলাদেশ এখন রাজপথ।

NUB ব্লক করেছে শাহজালাল বিমানবন্দর,

NSU, IUB, AIUB ছড়িয়ে পড়েছে কুড়িল-মালিবাগ

ব্র্যাক-ইস্ট ওয়েস্ট মিছিল করেছে হাতিরঝিলে

বিমান চলাচল বন্ধ, সিগন্যাল অচল। মা বলেছিলবাবা, বিপদ হবে। আমি বলেছি৭১-এর বাবারা ভয় পেলে দেশ হতো না।

আজ প্রথম শহীদ হয়েছে আবু সাঈদ গুলির আওয়াজ এখনও কানে বাজছে।

 

 

📅 জুলাই, রোববার:

শুধু ছাত্ররা নয়, এবার অভিভাবকরা নামলেন রাস্তায়। এক মা মাথায় সাদা ওড়না বেঁধে বললেন— “আমার ছেলে যদি শহীদ হয়, আমি গর্বিত মা হব।

ছাত্রলীগ-প্রশাসন হামলা চালাল। মেয়েদের গায়ে হাত তুললভিডিও করে আপলোড দিচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যেই সব ডিলিট হয়ে গেল।

প্রশাসনের সামনেই নীলা নামের এক ছাত্রীকে টেনে নিয়ে গেল। ওর চিৎকারে আমরা দাঁড়িয়ে থাকতে পারিনিহেঁটে হেঁটেই লাঠির আঘাত নিয়েছি।

ভয়ে না, সম্মানে।

 

 

📅 --১০ জুলাই:

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়ে না, কিন্তু সাধারণ ছাত্ররাই জায়গা দখল নেয়। গানের মতো গর্জে উঠলো

এই দেশ আমার, এই রাস্তা আমার,

যে নেবে কেড়ে, তার রক্ত আমার।

আজ আমি নিজ চোখে দেখেছি, ছাত্রলীগের দুই নেতা কাগজে সই করছেভবিষ্যতে রাজনীতিতে থাকবে না। হয়তো ওরাও বুঝে গেছেসময় বদলে গেছে।

 

 

📅 ১১-১২-১৩ জুলাই:

আমরা ঢুকেছি টেলিভিশন ভবনে। আগুন লেগে যায়। কেউ বললএটা উগ্রতা।

আমি বললাম— “৭১- টেলিফোন অফিসে আগুন দিয়েছিলো মুক্তিযোদ্ধারা। কারণ তা দিয়ে শত্রু খবর পাঠাতো।

আজ আমরা আগুন দিয়েছি মিথ্যেকে।

মিরপুর থেকে সেনাবাহিনীর ট্যাংক নামছে। তারা সরকারকে রক্ষা করবে না, রক্ষা করবে শুধু নিজেরাসেটা বোঝা যাচ্ছে।

 

 

📅 ১৪-১৯ জুলাই:

সব বন্ধ:  ইন্টারনেট নেই, মোবাইল বন্ধ, পানি সংকট, আলো নেই

হলের ভেতর গুলির শব্দকেউ জানে না কতজন মরলো।

আমরা কয়জন?  কারা?  কেউ নাম রাখেনি। ঠিক যেমন ৭১-এর অনেক শহীদের নাম নেই।

 

 

📅 ২০-২৪ জুলাই:

১৪৪ ধারা জারি। রাস্তায় নামলেই গুলি।

সামরিক বাহিনী মোতায়েন, গুলি চললো ছাত্রদের মাথায়।

নিউ মার্কেটের পাশেই দেখেছিএকজন ছাত্র হাত তুলে বলেছে, “আমি কিছু করিনি”— তারপরও পড়ে গেল।

ওর পাশে দাঁড়ানো এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন, “আমার ভাই ৭১- মরেছিল পাকিস্তানিদের হাতে, আর আমার ছেলে মরলো নিজের দেশের পুলিশের গুলিতে।

 

 

📅 ২৫-৩০ জুলাই:

যতদূর দৃষ্টি যায়, ততদূর লাশ।

স্মৃতিস্তম্ভ ভেঙে দেয়নি কেউ, কিন্তু আমরা নিজেরাই স্মৃতি হয়ে যাচ্ছি।

দেশের ভেতরে কেউ জানে না কী হচ্ছে, বাইরের দুনিয়া জানতেই পারছে না। সব মিডিয়া বন্ধ।

যেন ৭১-এর সেই সময়, যখন রেডিওতে খবর পেতাম, আর বাকিটা বিশ্বাস করতাম চোখে দেখা রক্তে।

 

 

📅 ৩১ জুলাই আগস্ট:

গায়েবানা জানাজা হয়।

আমার বন্ধু রাশেদের লাশ মেলে ধানমণ্ডির এক গলিতেওর জামা পুড়ে গেছে, হাতে ছিল ব্যানার।

বাবা বললেন— “তোর বন্ধুরা বেঁচে থাকবে ইতিহাসে।"

আমি বললাম— “বাবা, যদি বেঁচে ফিরি, আমি ওদের নাম লিখে রাখবো। যাতে আর কখনো কেউ ভুলে না যায়।

 

 

উপসংহার: 

এই দেশ আবার জেগেছে। নতুন এক মুক্তিযুদ্ধ, যেখানে শত্রু বাইরের কেউ নয়ভেতরের অন্যায়। আমরা কোটা সংস্কার চেয়েছিলাম, এখন চাই মানুষ চায়, সরকার বদলাক। এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়এটা আগামী প্রজন্মের স্বাধীনতার লড়াই।