Wednesday, 16 July 2025

জুলাই - ছত্রিশ দিনের মাস


জুলাই - ছত্রিশ দিনের মাস

আরমান রশিদ 


আজ মনটা ভালো নেই, শান্তি খুঁজি চোখের ভাঁজে,

এক বছর আগের গল্প, আজো হৃদয়ে বাজে।

চোখের কোণে জমে আছে, রক্তরাঙা স্মৃতি,

জুলাই মাস—একটি নাম, এক গভীর ট্র্যাজেডি।


পৃথিবীর কাছে একত্রিশ, বাঙালির কাছে ছত্রিশ,

এই মাস লিখেছে আগুনে, এক যুদ্ধের ইতিহাস।

শান্তিপূর্ণ কণ্ঠরব কীভাবে গর্জন হলো,

শাসকের গুলি চুপিচুপি কত প্রাণ কেড়ে নিলো।


শুধু ছাত্র নয়, বাবা-মা, শিশু, শ্রমিক, রিকশাওয়ালা,

সবাই নেমেছিল রাস্তায়, কণ্ঠে একটাই জ্বালা।

ন্যায়বিচারের এই দাবিতে, ভেসে যায় সব বাধা,

শোষণের মুখোমুখি দাঁড়ায়, একটাই জাত-সাধা।


মুগ্ধ, সাইদ, আসিফরা, হয়ে ওঠে শহীদ,

তাদের রক্তেই রচিত হয়, নতুন একটা চিত্তবীধ।

পাঁচ আগস্ট—ছত্রিশ জুলাই, জয় হোক জনগণের,

সেই দিন ভেঙেছিল শাসকের পাথর হৃদয়দ্বার।


আমি একাত্তর দেখিনি, তবে দেখেছি এই আগুন,

নিজের চোখে দেখেছি ক্ষয়, শুনেছি রক্তের ধ্বনিমূল।

আমার সন্তান একদিন হয়তো জিজ্ঞেস করবে আমায়—

“বাবা, তুমি কী করেছিলে সেই ছত্রিশ দিনের ভয়?”


আমি বলব—

আমি দাঁড়িয়েছিলাম, কাঁদতেও ভয় পাইনি,

ভবিষ্যতের পাশে ছিলাম, শিকল ভাঙা ঠেকাইনি।

এই যে আজ তুমি স্বাধীন, এই যে নতুন সকাল,

তার পেছনে আছে অনেক মুগ্ধের নিঃশেষ গর্ভজ্বাল।


তাদের ভুলে যাওয়া পাপ, স্মরণে থাকুক তারা,

কারণ, জাতির হৃদয় লিখে শহীদেরেই নামধারা।

জুলাই, তুমি কাঁদো, আমরাও তোমার সাথেই,

ছত্রিশ দিনের সেই আগুন আজো জ্বলছে পথেই।

3 comments:

Rahela Akter said...

অনেক সুন্দর হয়েছে কবিতাটা। কবিতাটার মধ্যে একরকম স্মৃতিকাতরতার ভাব রয়েছে।
মাশাআল্লাহ 🙂

Anonymous said...

Great brother

Anonymous said...

Shundor hoise