স্বপ্নসন্ধানী জুটি
আরমান রশিদ
ভার্সিটির দিনগুলো ছিল শুরু,
ছিল না তখনো প্রেমের গন্ধ।
দেখা হতো হালকা, ছিল না উরু,
শুধুই ছিলো চোখের বন্ধ।
দায়িত্ব এলো, হল দুজনে সি আর,
শিক্ষকের ডাকে পাশে পাশে।
চোখে জমে উঠলো প্রেমের তান্ডব,
মনের কোণে জাগে ভালোবাসা।
দুই বছর ধরে একসাথে পথ,
চলার ছন্দে বাঁধা মন।
ক্লাস না থাকলেও দেখা তো হত,
বসে গল্প, লাইব্রেরির বন্ধন।
চায়ের কাপে ভাগ করে সুখ,
ছোট্ট ছাতায় বৃষ্টি ভেজে।
হেঁটে চলে দুই হৃদয়ের মুখ,
চুপিচুপি প্রেমের ঘন্টা বাজে।
ক্লাসমেট এলে বদলায় চাহনি,
ভালোবাসাটা হয় গোপন।
হাসির আড়ালে লুকায় আহ্লাদিনী,
তবুও বোঝে হৃদয়জন।
একজন এলে অন্যজন হাসে,
না থাকলে মনটা খালি।
তাদের প্রেমটা মনে গাঁথে,
একটি চিরন্তন লাজুকালি।
তাইতো আমি দেখেছি চেয়ে,
এই জোড়ার প্রেমে লুকায় সুর।
ভালোবেসে দিয়েছি নাম এক বয়ে-
স্বপ্নসন্ধানী জুটি- প্রেমের পুরা
2 comments:
অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ 🥰
Shundor hoyeche onkk🥰❤️
Post a Comment