Sunday, 3 August 2025

বড় আর হলাম কেথায়


বড় আর হলাম কোথায়

আরমান রাশিদ


বড় আর হলাম কোথায়,
মনের ভিতর ছোট্ট আমি।
দেখলে খেলা মন হারায় সেথায়,
ভুলে যাই বয়স কত দামি।

ইচ্ছে করে আবার হই বালক,
ঘুরে বেড়াই সারাদিন।
হাসি-খুশিতে থাকি মুক্ত,
না থাকে ভয়, না থাকবে চিন্তা সারাদিন।

নিজেকে প্রশ্ন করি বারেবার,
কেন বড় হই এভাবে?
কেন ছেলেবেলা হারিয়ে যায় সবার,
কেন সময় কাঁদায় গোপনে?

বয়স বাড়ে, দায়িত্বে চাপে,
তবুও মনটা যায় না বদলে।
ছোটদের খেলায় চোখে জ্বল চাপে,
স্মৃতিগুলো ভেসে আসে কুয়াশা মেঘে।

একদিন হবো বৃদ্ধ,
চুলে থাকবে রূপোলি রং।
তবুও মনটা দেবে এনে,
শিশুমনের সেই পুরনো ঢং।

শরীর বলবে- থামো এবার,
তুমি তো এখন বুড়ো।
কিন্তু হৃদয় বলবে বারবার-
বড় আর হলাম কোথায়?

1 comments:

Boss said...

মনের কথা বলেছেন, স্যার।
আমরা বড় হয়ে যাচ্ছি, তবে আমাদের মাঝে এখনও সেই ছেলেবেলার চিন্তা চেতনা রয়ে গেছে।
অসাধারণ একটা কবিতা লিখেছেন।
💝💝💝💝