বিচ্ছেদ হবে না কেন?
আরমান রশিদ
ভালোবাসা নেই আজ মানুষের চোখে,
সময়ের দামও মুছে গেছে শোকে।
ইমোশনের কদর নেই, নেই আর টান,
রাগ আর ইগোয় ভরে আছে প্রতিটা প্রাণ।
স্বার্থের বাঁধনে সৌন্দর্যের মোহ,
ভিতরের আলো হারিয়ে গেছে দেহ।
ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া সহজ,
বদল আশা করে, নিজেকে নতুন রূপে সাজ।
রাগের প্রতিযোগিতায় ভাঙে সব সেতু,
জেদের আগুনে হারায় মধুর রঙের সেতু।
সম্পর্ক বাঁচানোর নেই কারো মন,
বেটার কারো খোঁজে ছুটে চলে সবখানে এই মন।
1 comments:
প্রতিটা লাইনই যেন এক-একটা আগুনের গোলা। 🫡🫡
Post a Comment