Wednesday, 20 August 2025

জয়ের বীজ



 জয়ের বীজ

আরমান রশিদ 


প্রথমবার কষ্ট পেলে হাল নাই ছাড়ো,

চেয়ে দেখ তার থেকে সুখ সামনে বড়ো।

প্রথম কষ্ট তোমাকে করিয়াছে ভার,

তাই বলে ভেবো নাকো তুমি হাহাকার। 


অশ্রুর স্রোত এলেও মুছে যায় কাল,

এই দুঃখের পরে সুখ দাঁড়ায় চিরকাল।

যে ব্যথা আজ শুধু বুক ভাসায় জলে,

সে-ই ব্যথা একদিন আলো হয়ে জ্বলে। 


ঝড় শেষে নৌকা যায় তীরে ভেসে,

আবারও রোদ ওঠে কালো মেঘ ঘিরে।

কষ্ট যতই আসুক, তুমি দমে যেয়ো নাকো,

ব্যথার মধ্যেই জয়ের বীজ, সেটা মনে রেখো। 


এখন দেখো সুখ তোমায় করিয়াছে বরন,

ভুলে গেছ তুমি সেই প্রথম কষ্টের কারণ।

যে কষ্ট দিয়েছিল অশ্রু-অভিমান,

আজ নতুন এসে তোমায় যুগিয়েছে শক্তিভরা প্রাণ।

0 comments: