Tuesday, 5 August 2025

নীরব বিস্ফোরণ


নীরব বিস্ফোরণ
আরমান রশিদ

সবসময় কি স্ট্রং থাকা যায়?
ভেতরটা তো কাঁদে নিরালায়।
চোখে হাসি, ঠোঁটে মুখোশ পরে,
অশ্রু গোপন রাখে রাতভরে।

চাপা আর্তনাদ জমে বুকে,
চুপটি থাকে, কেউ বুঝে না মুখে।
হঠাৎ একদিন শ্বাসরুদ্ধ ক্ষণে,
বেদনার ঢেউ উঠে অজানাতে।

তখন সে চিৎকার করে কাঁদে,
"আমি আর পারছি না", শুধু শোনে হাওয়াতে।
মন তো আর ইস্পাত নয় গো ভাই,
ভাঙা হৃদয়েও একদিন ঝড় বইতেই চায়।




0 comments: