রোদ বৃষ্টির খেলা
আরমান রশীদ
দীর্ঘ দিনের রৌদ্র শেষে -
বৃষ্টি এলো বেলা শেষে,
গাছ-পালা সব ফিরে পেল -
নতুন করে প্রাণ,
কৃষকেরা ফসল ফলায় -
আনন্দে গায় গান।
আকাশ থেকে ঝরছে বারি -
মাঠে মাঠে বকের সারি,
মাছ না পেয়ে কান্না করছে -
ক্ষেতের কচি বক।
একটু খানি বৃষ্টি শেষে -
রংধনু ঐ উঠেছে ভেসে,
খোকারা সব খেলতে যাবে -
আম বাগানের মাঠে।
খেলা শেষে ফিরবে বাড়ি,
সবাই হেঁসে হেঁসে।
0 comments:
Post a Comment