Thursday, 13 March 2025

শূন্যতার শহর

 শূন্যতার শহর

আরমান রশীদ


যে শহরে তোমার হাত ধরে ঘুরার কথা, 

সে শহরে কেবলই বিচ্ছেদের ব্যথা। 

যে শহরে তোমার চোখে চেয়েছিলাম, 

সে শহরে অশ্রুর বৃষ্টি পেয়েছিলাম।


যে রাস্তায় তোমার হাত ধরে হাঁটার কথা, 

সে রাস্তায় আজ কেবল ধুলোয় মাখা। 

যেখানে চুলের ঘ্রাণে হারাবো ভাবতাম, 

সেখানে নর্দমার গন্ধেই ডুবে যাই থমথম।


যে কফিশপে গল্প জমবে প্রাণে, 

আজ সেখানে নিঃসঙ্গতা হানে। 

চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালেও, 

তোমার হাসির উষ্ণতা পাই না তবু।


যে নদীর ধারে ঢেউ গুনবো বারে বারে, 

আজ সেখানে কেবল শূন্যতা জলে ঝরে। 

তোমার চোখের গভীরতা খুঁজে মরি, 

তবু স্রোতে ভেসে যায় স্মৃতির তরী।


যে বেঞ্চেতে বসবো পাশাপাশি, 

সে বেঞ্চে এখন কেবল ছায়া আমিষ। 

তোমার কোমল পরশ যে খুঁজি, 

কেবল হাহাকার পাখিদের সুরে বাজি।


যে সন্ধ্যায় কথা বলবে মধুর সুরে, 

সে সন্ধ্যায় আমি একা নিঃসঙ্গ দূরে। 

তবু শহরের বাতাসে খুঁজি তোমাকে, 

ভালোবাসার স্মৃতি আঁকি স্বপ্নের মাখামে।


শহর বদলায়, বদলায় সময়, 

তবু হৃদয়ে তুমি- রয়ে গেলে অমলিন, অক্ষয়।

0 comments: