মায়া
আরমান রশীদ
তোমার চোখে প্রথম যে মায়াটা দেখেছিলাম,
সেদিন মনে হয়েছিল, এর আগে এমন কিছু কোনোদিনও দেখিনি।
চোখের ভেতর এক রকমের নরম আলো ছিল—
যেটা ঠিক রূপের ঝলক না, আবার চোখ ফিরিয়েও থাকা যায় না।
মনটা যেন চুপিচুপি তোমার দিকেই হেঁটে যাচ্ছিল।
তোমার হাসি... জানো?
ওটা যেন নীরব কোনো কবিতা।
কথা তেমন কিছু হয়নি,
তবু অদ্ভুতভাবে মনে হচ্ছিল—
তোমার পাশে একটা স্বপ্ন দাঁড়িয়ে আছে।
প্রকৃতি যেন তোমার ছোঁয়া পেয়েই জেগে উঠেছিল।
পাখির কণ্ঠে সুর, বাতাসে নরম ঘ্রাণ,
রোদে ছায়ায় খেলা— সবকিছুর মাঝেই তুমি ছিলে।
এই মায়াটা, যেটা কোনো শব্দে ধরা যায় না,
সে-ই আমাকে আজও থামিয়ে রাখে।
ভালোবাসা হয়তো সময়ের সঙ্গে বদলায়,
কিন্তু মায়া—
ওটা কখনো মলিন হয় না।
তোমাকে ভুলতে চেয়েছি... বারবার।
পারিনি।
তোমার মায়ার ছায়া আমার মনের দেয়ালে আঁকা।
ঘুমে, জেগে, নিঃশ্বাসে—
তুমি আছো।
তোমাকে ভালোবাসা নয়,
তোমাকে মায়া বলে ডাকতে ইচ্ছে করে।
কারণ মায়া…
সে তো শুধু ভালোবাসার চেয়ে গভীর নয়—
সে একটা অনুভব,
যার কোনো শেষ নেই।
0 comments:
Post a Comment