ডিজিটাল বাংলাদেশ
আরমান রশীদ
বাংলা আমার মাতৃভূমি,
বাংলা মাতৃভাষা।
বাংলা মাকে নিয়ে আছে,
হরেক রকম আশা।
আসিছে একুশ,
দেখিবে মানুষ,
গড়িব ডিজিটাল।
দিচ্ছি কথা বাংলা মাকে -
পাল্টে যাবে হাল।
ছিলনা তখন অস্ত্রশস্ত্র,
যুদ্ধের হাতিয়ার।
মারলি তখন কত বাঙালি, ওহে হীন জানোয়ার।
পারলে আসিস দেখিয়ে দিব,
দুর্বল নাহি আর।
করব খতম একে একে,
তোরা পাবিনা কেহ ছাড়।
সবুজ, সোনালি, রোদেলা, রূপালী,
রূপের ছিলনা শেষ।
সেই বুকে তোরা করলি গুলি,
করে দিলি নিঃশেষ।
বাংলা মায়ের দামাল ছেলেরা,
দমে যাইনি তবু।
বুকে ছিল বল সাহস অটল,
পিছু হাঁটেনি তবু।
নয়মাস টানা যুদ্ধ শেষে,
আনল যে স্বাধীনতা।
চলছে সময়, পাল্টে যাচ্ছে,
বাংলাদেশের হাল।
আসিছে একুশ,
দেখিরে মানুষ,
গড়িব ডিজিটাল।
দিচ্ছি কথা বাংলা মাকে,
পাল্টে যাবে হাল।
স্বপ্ন পূরণ হচ্ছে এবার,
ডিজিটাল বাংলার।
0 comments:
Post a Comment