Thursday, 13 March 2025

খোঁকার স্বপ্নে আমি

খোঁকার স্বপ্নে আমি
   আরমান রশীদ 

খোকা ঘুমায় চুপটি করে,
মাথায় পড়ে চাঁদের আলো।
নরম হাতের চাপড় দিয়ে,
ডাকে যেন আপন ভালো।

ভোর হতেই চোখটা মেলে,
হাঁটে পা টিপে টিপে।
মা বলে সে হেসে হেসে,
দুনিয়াটা যেন রঙে রূপে।

ভাঙ্গা গলায় ডাকে সবাই,
বলে— "এই দাদা, ঐ মা!"
কথায় কথায় গড়ায় গল্প,
খেলনার সাথে খুশির থামা।

একঘর ভরে খোকার হাঁসি,
আকাশটাও নামে নেমে।
ছোট্ট হাতের ইশারাতে,
সবাই মিশে সেই ঘরে।

ওর কান্না নেই যে এখন,
হয়ে গেছে লক্ষ্মী ছেলে।
বিছানাতে গড়াগড়ি,
পুতুল খায় তারই চেলে।

মেঝে জুড়ে ছোট্ট পা,
হেঁটে বেড়ায় এই ঘরে।
একলা নয় সে কোনোদিন,
স্বপ্ন খোঁজে প্রতিক্ষণে।

ভাবি আমি থাকলে যদি,
খোকার মতো এখনো যেত!
ভয়-লজ্জা ছাড়িয়ে আবার,
মায়ের কোলে মুখটা পেত।

বৃষ্টি হলে নেমে গিয়ে,
কাদায় নাচতাম দুই পায়ে।
কার কী কথা, কে কী ভাবে—
সেসব থাকত দূর ছায়ায়।

আবার পেতাম সেই জীবন,
স্নেহ-ভরা নির্ভরতা।
খোকা যেন আজও দেখায়,
ভালোবাসার পূর্ণতা।

0 comments: