ভালোবাসি
আরমান রশীদ
চুপি চুপি বলছি তোমায়,
কাউকে না।
এতো সুন্দর লাগছে তোমায়,
হয়না তুলনা।
কি সুন্দর ঠোট তোমার,
কি সুন্দর আঁখি।
যে দেখবে সেই বলবে,
আমি তোমায় ভালোবাসি।
চলতে চলতে ভাবি শুধু,
তোমার কথা।
হৃদয় জুড়ে বাজে যেন,
তোমার ব্যথা।
তুমি হাসলে ঝরে পরে,
চাঁদের আলো।
তোমায় পেয়ে জীবন আমার,
হয়ে গেল ভালো।
2 comments:
This poem is short but amazing..🥰🥰
মারাত্মক কবিতা 🌹🌹🥰🥰
Post a Comment