Thursday, 24 April 2025

জীবনের খোঁজে


 জীবনের খোঁজে

আরমান রশীদ 


জীবন যে কেবল একরৈখিক পথে চলে, 

তা নয়—

এটা আসলে এক বিস্ময়কর যাত্রা,

যেখানে আমরা সারাক্ষণ খুঁজে চলি কিছু অজানা।


আমরা জানি না- 

কোথায় আমাদের শেষ,

কিন্তু তাও আমরা- 

প্রথম পদক্ষেপটা নিতে ভীষণ আগ্রহী।


যখন ছোট ছিলাম, 

পৃথিবী ছিল বিশাল,

আজও পৃথিবী অনেক বড়,

তবে এখন জানি, 

সেই বিশালত্বকে খুঁজে পাওয়া সহজ নয়।


জীবনের খোঁজে অনেক পথ মাড়াতে হয়,

কখনো আনন্দের, 

কখনো শোকার,

কখনো নির্জনতায়, 

কখনো মানুষের ভিড়ে।


আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব অনুসন্ধানে ব্যস্ত,

কিন্তু মাঝে মাঝে জানতে পারি- 

খুঁজতে খুঁজতে যে আমরা হারিয়ে যাই,

তাও জীবনেরই একটি অংশ।


এটা একটা যন্ত্রণা, 

আবার আনন্দও বটে।

জীবন কখনো আমাদের দেয় পরাজয়, 

আবার কখনো জয়,

কিন্তু শেষ পর্যন্ত,

আমরা যদি খুঁজতে থাকি- 

তাহলে সেই খোঁজ, 

একদিন আমাদের স্বপ্নের মতো হয়ে ধরা দেবে।


যতই আমরা এগিয়ে যাই,

জীবনের খোঁজ আমাদের ভেতর থেকেই আসে,

এটা নিজের সাথে একান্ত সাক্ষাৎ,

এটা জীবন নিজেই।

0 comments: