বিচ্ছেদ
আরমান রশীদ
বিচ্ছেদ কখনো সহজ হয় না,
এটা যেমন একটা দীর্ঘ পথ চলা,
তেমনি একটি অগম্য পাহাড়।
তোমার হাতটি যখন-
আমার হাত থেকে সরে যায়,
তখন পৃথিবীটাও যেন থেমে যায়।
সব কিছু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে,
শুধু আমি ও তুমি-
একে অপরকে হারিয়ে ফেলি।
বিচ্ছেদ মানে শুধু শূন্যতা নয়,
এটা হলো অনুভবের ঘর-
ছেড়ে চলে যাওয়া।
বিচ্ছেদে কোনো চিৎকার নেই,
এটা এক নিঃশব্দ অশ্রু,
যা নিজেকে গোপন রাখতে জানে।
আমরা জানি,
কিছু সম্পর্কের শেষ হতে হয়,
তবে তা কখনো প্রত্যাশিত হয় না।
যখন তোমার স্পর্শ,
তোমার হাঁসি আর নেই,
তখন শুধু স্মৃতির কাছে যাওয়া যায়,
যেখানে সময় দাঁড়িয়ে থাকে,
আর আমরা ফিরে ফিরে-
সেই মুহূর্তগুলো আঁকড়ে ধরতে চাই।
কিন্তু বিচ্ছেদ পরাজয় নয়,
এটা শিখিয়ে দেয়-
কিছু কিছু ভালোবাসা-
কেবল আমাদের ভেতরে জীবন্ত থাকে,
যেখানে তারা মুছে যায় না,
শুধু দুঃখ হয়ে স্থির থাকে।
যতই আমরা পালাতে চাই,
বিচ্ছেদ আমাদের শিখিয়ে দেয়-
কিছু কিছু গল্প, কিছু কিছু মানুষ,
কখনো হারানো যায় না।
0 comments:
Post a Comment