Thursday, 24 April 2025

নীরবতা


 নীরবতা

আরমান রশীদ 


সব শব্দের ভেতরেও- 

একটা শব্দহীনতা থাকে,

আর সেই শব্দহীনতাই-  

অনেক সময় সবচেয়ে স্পষ্ট কথা বলে।


নীরবতা মানে চুপ থাকা নয়,

নীরবতা মানে অনুভবের গভীরে ডুবে যাওয়া।

কখনো কোনো কথা বলার দরকার হয় না,

তোমার চোখই বলে দেয়, 

তুমি কতটা কষ্টে আছো।


নীরবতা অনেক সময় একটা চিঠির মতো,

যার কোনো ঠিকানা নেই, 

তবু তা কাউকে পাঠানো হয় মন থেকে।

তুমি হয়তো হাসছো,

তবু ভেতরে একটা গুমরে থাকা- 

নীরবতা বুক চেপে বসে আছে।


এটা কারো কাছে বলা যায় না,

কারণ সবাই শুনে শব্দ, 

কেউ বোঝে না নিরব অভিমানের ভাষা।

কখনো নীরবতা সম্পর্ক শেষ করে দেয়,

আবার কখনো তা- 

সম্পর্ককে আরও গভীর করে তোলে।


যারা সত্যিই বোঝে,

তারা তোমার চুপ থাকাকেও বুঝতে পারে।

নীরবতা হল সেই আয়না,

যেখানে মুখের বদলে হৃদয়ের প্রতিচ্ছবি পড়ে।


এই ব্যস্ত, চেঁচামেচির পৃথিবীতে

একটু নীরবতা যেন একফোঁটা স্বস্তির মতো,

যেখানে তুমি নিজেকে খুঁজে পাও- 

নতুন করে, নিঃশব্দের মতো।

0 comments: