Thursday, 24 April 2025

মানবতা


 মানবতা

আরমান রশীদ 


মানুষ হতেই তো-  

অনেক কিছু শেখা দরকার নয়,

শুধু মানুষ হয়ে ওঠাই- 

সবচেয়ে বড় শিক্ষা।


মানবতা কোনো বইয়ের পাতায় নেই,

এটা দেখা যায়, 

যখন তুমি অচেনা কাউকে- 

জলের গ্লাস বাড়িয়ে দাও।


কিংবা, কারও কান্না শুনে- 

নিজের চোখে জল আসে।

মানবতা মানে অন্যের ব্যথাকে- 

নিজের মনে করে ফেলা,

না চাইলেও পাশে দাঁড়ানো,

আর বিনিময়ে কিছু না চাওয়া।


তুমি বড় ডিগ্রি পাও, 

বড় চাকরি করো,

কিন্তু যদি মানবতা না থাকে- 

তবে তুমি তো কেবল শরীর মাত্র।


একজন ক্ষুধার্ত শিশুর পাশে বসে- 

ভাগ করে খাওয়াটা,

এক বৃদ্ধার হাত ধরে- 

রাস্তা পার করে দেওয়াটা-

এসবই তো মানবতার রূপ।


এটা ধর্ম নয়, 

এটা জাতি নয়,

এটা মানুষের ভেতরের- 

এক নিঃশব্দ আলোক।


তুমি যত ভালোবাসা দাও,

ততটাই মানবতা-  

তোমার মধ্যে বেড়ে ওঠে।

এখানে শর্ত নেই, 

হিসাব নেই- 

এখানে কেবল মনের গভীর থেকে- 

উঠে আসা এক কোমল স্পর্শ।


আজকের দুনিয়ায় সবচেয়ে দামী জিনিস যদি কিছু হয়,

তা হলো একজন মানবিক মানুষের সাহচর্য।

আর তুমি যদি এমন একজন হতে পারো- 

তবে তোমার অস্তিত্বই অনেককে বদলে দিবে।

0 comments: