Thursday, 24 April 2025

নদীর সুর


 নদীর সুর

আরমান রশীদ 


নদী কখনো চুপ থাকে না,

তার স্রোতের ভেতর- 

লুকিয়ে থাকে হাজারটা গল্প।

যখন তুমি তীরে দাঁড়িয়ে চুপচাপ শুনে থাকো,

তখন সে তোমাকে ডাকে- 

একটা পুরোনো স্মৃতির মতো।


নদীর সুর একটা গান নয়,

এটা সময়ের স্রোত, 

জীবনের ছন্দ, 

আর হারানো কথার প্রতিধ্বনি।


সে বয়ে চলে নিজের পথে,

কাউকে থামায় না, 

কাউকে বোঝায় না,

তবু তার বয়ে চলা- 

আমাদের শিখিয়ে দেয়- 

কিভাবে সবকিছু সয়ে নিতে হয়।


নদী জানে, 

কোথাও মিলবে সমুদ্র,

তবু প্রতিটা বাঁক ঘুরে ঘুরে- 

সে নিজেকে নতুন করে খুঁজে নেয়।


তুমি যদি কখনো ভেঙে পড়ো, 

নদীর কাছে যেও—

তুমি দেখবে, তার সুরে-  

তোমার ভিতরকার চুপচাপ কথাগুলো

আস্তে আস্তে গলে যাবে, 

হালকা হয়ে যাবে মন।


নদী কাউকে রাখে না,

তবু তার বুক দিয়ে- 

হাজার জীবন পার হয়ে যায়।

তার জল কাঁদে, 

হাসে, স্বপ্ন দেখে- 

আর আমরা ভাবি, 

ও তো কেবল পানি!


আসলে নদী আমাদেরই মতো-

চলে, বদলায়, 

ভালোবাসে, হারায়, 

আবার খুঁজে পায়।

0 comments: