ভালোবাসার রহস্য
আরমান রশীদ
ভালোবাসা কীভাবে আসে,
কেউ জানে না,
এটা কি চোখের দৃষ্টি থেকে শুরু হয়?
নাকি মনের গভীরে জমে থাকা-
এক নিঃশব্দ অনুভব?
একজন মানুষ হঠাৎ করেই বিশেষ হয়ে ওঠে,
তাকে ছুঁয়ে না ছুঁয়েও-
ছুঁয়ে ফেলতে ইচ্ছে করে বারবার।
তার কণ্ঠ শুনলেই হৃদয় শান্ত হয়ে যায়,
আর তার অনুপস্থিতিতে-
পৃথিবীটা হয়ে ওঠে কেমন ফাঁকা।
ভালোবাসার কোনো নিয়ম নেই,
এটা সময় মেনে চলে না,
এটা বয়স দেখে আসে না,
ধর্ম দেখে বাঁধে না।
ভালোবাসা শুধু অনুভবে বাঁধা,
যেখানে এক মুহূর্তেই-
বদলে যায় দিনের মানে।
তুমি হয়তো বলো কিছু নয়,
কিন্তু মন চুপিচুপি বলে-
সে-ই তো সবকিছু।
ভালোবাসার রহস্য হলো-
এটা কখনোই পুরো বোঝা যায় না,
যতই বোঝো, ততই নতুন মনে হয়।
কখনো এটা যন্ত্রণা দেয়,
আবার কখনো এটিই-
একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়ায়।
ভালোবাসা মানে পাশে থাকা নয়,
ভালোবাসা মানে-
যেখানেই থাকো, তার মঙ্গলের প্রার্থনা।
ভালোবাসা বলে না-
“তুই আমার”,
ভালোবাসা শুধু বলে-
“তুই ভালো থাক।”
0 comments:
Post a Comment