মনের খোঁজ
আরমান রশীদ
মন মাঝে মাঝে নিজেকেই খুঁজে বেড়ায়,
নিজের ভিতরের কোনো এক অজানা ঘর,
যেখানে শব্দ নেই,
শুধু নীরবতা জমে থাকে পরত পরত।
তুমি হয়তো জানো না,
তোমার মন ঠিক এখন কেমন অনুভব করছে।
কখনো হাসে, অথচ ভেতরে কাঁদে—
আবার কখনো কান্নার মাঝেও শান্ত থাকে চুপচাপ।
এই মন বড়ই চঞ্চল,
এক মুহূর্তে আকাশ ছুঁতে চায়,
পরক্ষণেই মাটির গভীরে-
ডুবে যেতে চায় নিঃশব্দে।
অনেক কথা বললেও,
মন সব কথা কখনোই বলে না,
কিছু অনুভব রেখে দেয় নিভৃতে,
যেখানে কেউ ছুঁতে পারে না,
শুধু কাছের কেউ বুঝতে পারে চোখ দেখে।
তবু আমরা মনের কথা এড়িয়ে যাই,
বলতে ভয় পাই,
বুঝে ফেললে যদি বদলে যায় কেউ!
আসলে, নিজের মনের খোঁজ-
পাওয়াই সবচেয়ে কঠিন,
তুমি সারা দুনিয়া চিনতে পারো,
তবু নিজের ভিতরটাকে চিনতে পারা—
এ যেন এক জীবনভর যাত্রা।
এই মনই কখনো গোপন-
ভালোবাসা লুকিয়ে রাখে,
আবার এই মনই একদিন হঠাৎ বলে ফেলবে
“ভালোবাসি।”
0 comments:
Post a Comment