তোমার চোখের মায়া
আরমান রশিদ
তোমাকে ভালোবাসি বলি বারবার,
মনে হয় তবুও কমে না তারো ভার।
সারা জীবন পাশে চাই তোমাকে,
হৃদয়ে বাজুক শুধু তোমার ঢাকে।
তোমাকে ভুলবো না কখনোই,
তোমার কথা ছাড়া বাঁচা যায় না তাই।
তোমার চোখের মায়া অসাধারণ,
যেতে চায় সবার মন তার জালে বাঁধার।
কিন্তু আমি চাই শুধু আমার প্রাণে,
তুমি থাকো মোর প্রাণের শান।
তোমার মায়ায় পাগল থাকব সারাজীবন,
তুমি ছাড়া নেই আমার কোনো চিন্তাধন।
1 comments:
Mashallah
Post a Comment