Wednesday, 20 August 2025

জয়ের বীজ



 জয়ের বীজ

আরমান রশিদ 


প্রথমবার কষ্ট পেলে হাল নাই ছাড়ো,

চেয়ে দেখ তার থেকে সুখ সামনে বড়ো।

প্রথম কষ্ট তোমাকে করিয়াছে ভার,

তাই বলে ভেবো নাকো তুমি হাহাকার। 


অশ্রুর স্রোত এলেও মুছে যায় কাল,

এই দুঃখের পরে সুখ দাঁড়ায় চিরকাল।

যে ব্যথা আজ শুধু বুক ভাসায় জলে,

সে-ই ব্যথা একদিন আলো হয়ে জ্বলে। 


ঝড় শেষে নৌকা যায় তীরে ভেসে,

আবারও রোদ ওঠে কালো মেঘ ঘিরে।

কষ্ট যতই আসুক, তুমি দমে যেয়ো নাকো,

ব্যথার মধ্যেই জয়ের বীজ, সেটা মনে রেখো। 


এখন দেখো সুখ তোমায় করিয়াছে বরন,

ভুলে গেছ তুমি সেই প্রথম কষ্টের কারণ।

যে কষ্ট দিয়েছিল অশ্রু-অভিমান,

আজ নতুন এসে তোমায় যুগিয়েছে শক্তিভরা প্রাণ।

Monday, 18 August 2025

Saturday, 16 August 2025

বিচ্ছেদ হবে না কেন?


বিচ্ছেদ হবে না কেন? 

আরমান রশিদ


ভালোবাসা নেই আজ মানুষের চোখে, 

সময়ের দামও মুছে গেছে শোকে। 

ইমোশনের কদর নেই, নেই আর টান, 

রাগ আর ইগোয় ভরে আছে প্রতিটা প্রাণ।


স্বার্থের বাঁধনে সৌন্দর্যের মোহ, 

ভিতরের আলো হারিয়ে গেছে দেহ। 

ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া সহজ, 

বদল আশা করে, নিজেকে নতুন রূপে সাজ।


রাগের প্রতিযোগিতায় ভাঙে সব সেতু, 

জেদের আগুনে হারায় মধুর রঙের সেতু। 

সম্পর্ক বাঁচানোর নেই কারো মন, 

বেটার কারো খোঁজে ছুটে চলে সবখানে এই মন।

Wednesday, 13 August 2025

Is Love Truly Sacred?


Is Love Truly Sacred?

By

Arman Rashid
They say that love is pure and bright, A gift that makes the dark feel light. It knows no rich, it knows no poor, It lifts the heart and helps it soar. But why can’t love break family’s wall? Why does it stop when bloodlines speak? If it can face the storms that call, Why must it bend, so soft, so weak? Is love the truth, or just a flame, A fleeting joy we cannot claim? I’ve seen it bloom in tender hands, Then fade away like drifting sands. Why can’t my people see with honest eyes, That love is equal under all the skies? When hearts turn cold and dreams slip through the air, A quiet dawn still waits for those who dare.

Saturday, 9 August 2025

If Love Had a Voice


If Love Had a Voice
By
Arman Rashid 


 If love had a voice to speak, 
 It wouldn’t need to be so meek. 
 It wouldn’t hide behind a smile, 
 Or wait so long to show its style. 


 It would sing in morning light, 
 And hold us close through every night. 
 No need for words that fade away, 
 Love’s voice would always choose to stay. 


 It wouldn’t fear a broken heart, 
 Or hide when we are far apart. 
 It would shout with hope so bright, 
 And turn the dark to softest light. 


 If love had a voice, so clear and true, 
 It would say, “I am here for you.”

Thursday, 7 August 2025

বজ্রবিদ্রোহ


বজ্রবিদ্রোহ

আরমান রশিদ


আমি ছাত্র -

আমি আগুন!

আমি ঝড়, আমি জ্বালামুখ, আমি দুর্বার তাণ্ডব!

আমি ফুঁসে ওঠা জলের ঢেউ,

আমি বিস্ফোরিত রক্তের প্রবাহ -

আমি জেগে উঠা ব্যথার আর্তনাদ!


আমি যখন হাঁটি, কাঁপে শাসকের সিংহাসন,

আমি যখন চিৎকার করি,

নীরবতা কেঁপে ওঠে হাজার কণ্ঠে!

আমি জন্মাই প্রতিটি মায়ের গর্ভে,

আমার মুখেই ফুটে ওঠে প্রথম প্রতিবাদ!

আমি শিশু নই, আমি বিস্ফোরক ভবিষ্যৎ!


আমি জেগে উঠি যখন অন্যায় হেসে ওঠে,

আমি হুংকার দিই যখন নিরীহ রক্তে রাঙে রাজপথ!

আমি সাইক্লোন, আমি টর্নেডো -

আমি উড়িয়ে দিই ভন্ড রাষ্ট্রের মুখোশ!


আমি মারি না, আমি জাগাই,

আমি পোড়াই না, আমি শুদ্ধ করি!

আমি ভয় পাই না -

না বুলেট, না বেয়নেট, না কারাগার!

আমার এক ফোঁটা রক্ত মানেই

নতুন শত ছাত্রের জন্ম -

আমার মৃত্যু মানেই বিপ্লবের সূচনা!


আমি বিদ্রোহী, আমি বজ্রকণ্ঠ,

আমি মিছিলের অগ্নিশপথ!

আমি যে দাঁড়িয়েছি -

থামাতে হুলিয়া, ভাঙাতে বেড়ি,

তাড়াতে শকুন, গড়তে নয়া আলোয় মোড়া দিন!


আমি যে ফিরেই আসি -

যতবার নিপীড়নের নিশানা টানে আমার বুকে,

যতবার মুখ বন্ধ করতে চায় কণ্ঠ,

আমি ফিরে আসি আগুন হয়ে!


আমি থামি না, আমি নুই না,

আমি ছাত্র -

আমি বজ্রের মতো গর্জে উঠা দাবানল!

আমি যুদ্ধ, আমি জীবন, আমি আগুন!

আমি ছাত্র - আমি আগুন!

Wednesday, 6 August 2025

Where Souls Meet


Where Souls Meet

By

Arman Rashid


Far from noise and busy street, 

 There’s a place where hearts can meet. 

 Not with words or looks to see, 

 But where souls meet quietly. 


 No need to touch or say a thing, 

 Just a feeling hearts can bring. 

 In soft and calm and quiet beat, 

 Two souls meet in secret sweet. 


 They share a warm and gentle light, 

 A bond that feels so pure and right. 

 Though time moves on and people part, 

 That place stays safe inside the heart. 


 It’s not a place you walk or go- 

 It’s where the silent feelings flow.

Tuesday, 5 August 2025

নীরব বিস্ফোরণ


নীরব বিস্ফোরণ
আরমান রশিদ

সবসময় কি স্ট্রং থাকা যায়?
ভেতরটা তো কাঁদে নিরালায়।
চোখে হাসি, ঠোঁটে মুখোশ পরে,
অশ্রু গোপন রাখে রাতভরে।

চাপা আর্তনাদ জমে বুকে,
চুপটি থাকে, কেউ বুঝে না মুখে।
হঠাৎ একদিন শ্বাসরুদ্ধ ক্ষণে,
বেদনার ঢেউ উঠে অজানাতে।

তখন সে চিৎকার করে কাঁদে,
"আমি আর পারছি না", শুধু শোনে হাওয়াতে।
মন তো আর ইস্পাত নয় গো ভাই,
ভাঙা হৃদয়েও একদিন ঝড় বইতেই চায়।




আমি ছাত্র, আমি আগুন


 আমি ছাত্র, আমি আগুন

আরমান রশিদ 


আমি ছাত্র, আমি আগুন,

আমি নই কোনো বরণ্য দাগুন।

আমি নই ভয় পেয়ে ছায়া,

আমি তর্জনী, প্রতিবাদের মায়া!


টিএসসির ওই গেটে গিয়ে,

আমি দাঁড়াই মাথা তুলে নিয়ে।

বুকে লেখা “আমি প্রশ্ন করবো,”

আমার চুপেও বজ্রপাত পড়বো।


সরকার চায় সব ছুটি হোক,

কিন্তু আমরা থেমে যাব লোক?

তাদের চাল ঠিক চিনে নিই,

আমরা রাজপথ, আমরাই স্নায়ু বিজয়ীর!


কালো ব্যানার, আগুন চোখে,

নীরবতাও জ্বলে শ্লোগানের শোকে।

মুখে মাস্ক, তবু ভয় না পাই,

জীবন কোরবান, অধিকার চাই!


চট্টগ্রামে যখন পড়ে লাঠি,

ঢাকাও জেগে উঠে আঁকাড়ি-পাটি।

লাফিয়ে উঠে আগুন-ঝর,

আমরাই বলি—হার মানে না যারা!


মিডিয়া চুপ, ক্যাডার গর্জে,

আমরা তবু জ্বলি আলোয় টর্চে।

পোস্টে লিখি, চোখে দাবানল,

ছাত্রেরা চুপ? না, আগুনের দল!


রাত নয়টা, নিঃশব্দ পায়ে,

দাঁড়াই গেটে, চোখ দুটি চেয়ে।

পেছনে বৃদ্ধ বলেন হেসে,

“আবার আলো ফুটছে বেশে!”


আমি সেই আলো, আমি সেই দিন,

যে রক্ত ঝরায় চুপচাপ চিন।

তোমরা ভাবো থামাবেই ধরা?

আমি বলি—বিপ্লব হবে এবার ধরা!

Sunday, 3 August 2025

I Forget My Sorrow: The Beauty of Her Eyes


I Forget My Sorrow: The Beauty of Her Eyes

By

Arman Rashid


When I look into her eyes, 

 I see calm and open skies. 

 They don’t speak, but still they say, 

 “You’ll be okay, I’m here to stay.” 


 Her eyes are soft like morning light, 

 They make the dark feel small, not tight. 

 No loud words, no need to cry, 

 Just one small look, and pain goes by. 


 When my world feels cold and low, 

 Her eyes begin to gently glow. 

 They show me love without a sound, 

 And lift my heart from off the ground. 


 No storm can break where peace still lies- 

 I forget my sorrow in the beauty of her eyes.

বড় আর হলাম কেথায়


বড় আর হলাম কোথায়

আরমান রাশিদ


বড় আর হলাম কোথায়,
মনের ভিতর ছোট্ট আমি।
দেখলে খেলা মন হারায় সেথায়,
ভুলে যাই বয়স কত দামি।

ইচ্ছে করে আবার হই বালক,
ঘুরে বেড়াই সারাদিন।
হাসি-খুশিতে থাকি মুক্ত,
না থাকে ভয়, না থাকবে চিন্তা সারাদিন।

নিজেকে প্রশ্ন করি বারেবার,
কেন বড় হই এভাবে?
কেন ছেলেবেলা হারিয়ে যায় সবার,
কেন সময় কাঁদায় গোপনে?

বয়স বাড়ে, দায়িত্বে চাপে,
তবুও মনটা যায় না বদলে।
ছোটদের খেলায় চোখে জ্বল চাপে,
স্মৃতিগুলো ভেসে আসে কুয়াশা মেঘে।

একদিন হবো বৃদ্ধ,
চুলে থাকবে রূপোলি রং।
তবুও মনটা দেবে এনে,
শিশুমনের সেই পুরনো ঢং।

শরীর বলবে- থামো এবার,
তুমি তো এখন বুড়ো।
কিন্তু হৃদয় বলবে বারবার-
বড় আর হলাম কোথায়?

Saturday, 2 August 2025

The Garden of Your Love


The Garden of Your Love

by 

Arman Rashid


I found your face in morning’s grace,

The sunlight danced upon your face.

The sky turned pink, the world stood still,

My heart obeyed your silent will.


The breeze would speak with gentle sound,

As petals slowly touched the ground.

The birds would fly, the trees would bend,

And nature knew you were my friend.


Your laughter stayed in drops of rain,

It washed away my deepest pain.

The rivers sang your name so sweet,

Their rhythm matched my heartbeat’s beat.


You are my calm, my evening’s peace,

Your voice can make the thunder cease.


And when I walk through fields of green,

I thank the stars for what has been.