Tuesday, 5 August 2025

আমি ছাত্র, আমি আগুন


 আমি ছাত্র, আমি আগুন

আরমান রশিদ 


আমি ছাত্র, আমি আগুন,

আমি নই কোনো বরণ্য দাগুন।

আমি নই ভয় পেয়ে ছায়া,

আমি তর্জনী, প্রতিবাদের মায়া!


টিএসসির ওই গেটে গিয়ে,

আমি দাঁড়াই মাথা তুলে নিয়ে।

বুকে লেখা “আমি প্রশ্ন করবো,”

আমার চুপেও বজ্রপাত পড়বো।


সরকার চায় সব ছুটি হোক,

কিন্তু আমরা থেমে যাব লোক?

তাদের চাল ঠিক চিনে নিই,

আমরা রাজপথ, আমরাই স্নায়ু বিজয়ীর!


কালো ব্যানার, আগুন চোখে,

নীরবতাও জ্বলে শ্লোগানের শোকে।

মুখে মাস্ক, তবু ভয় না পাই,

জীবন কোরবান, অধিকার চাই!


চট্টগ্রামে যখন পড়ে লাঠি,

ঢাকাও জেগে উঠে আঁকাড়ি-পাটি।

লাফিয়ে উঠে আগুন-ঝর,

আমরাই বলি—হার মানে না যারা!


মিডিয়া চুপ, ক্যাডার গর্জে,

আমরা তবু জ্বলি আলোয় টর্চে।

পোস্টে লিখি, চোখে দাবানল,

ছাত্রেরা চুপ? না, আগুনের দল!


রাত নয়টা, নিঃশব্দ পায়ে,

দাঁড়াই গেটে, চোখ দুটি চেয়ে।

পেছনে বৃদ্ধ বলেন হেসে,

“আবার আলো ফুটছে বেশে!”


আমি সেই আলো, আমি সেই দিন,

যে রক্ত ঝরায় চুপচাপ চিন।

তোমরা ভাবো থামাবেই ধরা?

আমি বলি—বিপ্লব হবে এবার ধরা!

1 comments:

Anonymous said...

ছাত্রদের মনোবল বাড়ানোর মতো একটা কবিতা হয়েছে। ❤️