নতুন বছর নতুন জীবন
আরমান রশীদ
জীবন থেকে একটি বছর —
যখন গেল চলে,
নতুন দিনের নতুন পুস্তক —
নিলাম গ্রহণ করে।
লাভ-ক্ষতির হিসাব করে —
দেখছি জীবন খাতায়,
শূন্যে আমি করছি বাস —
পাপের বোঝা মাথায়।
নতুন দিনের নতুন আলো —
জাগালো মনে আশা,
অতীত সব দূরে থাক —
মনের আশা বেঁচে থাক।
জীবন গড়ার শপথ নিলাম —
আবার নতুন করে,
জীবনের সব সফলতা —
আনন্দ স্রোতে ভাসে।
বছরটি হোক কর্মময় —
ভালোবাসায় ভরা,
ভুলগুলো হোক শুধরানো —
আলোকিত হোক ধরা।
সত্যি-মিথ্যা চিনে নিয়ে —
পথ চলি নির্ভয়ে,
আশার আলো জ্বালি মনে —
তোমার আমার জয়গনে।
নতুন স্বপ্ন আঁকি এবার —
নতুন গানের সুরে,
নতুন বছর নতুন জীবন —
চলো গড়ি হাতে ধরে।
সব ব্যথাকে করি বিদায় —
বুকে রাখি সাহস,
নতুন সূর্য উঠবে এবার —
দুঃখ মুছে হটাও।
প্রতিজ্ঞা করি এ হৃদয়ে —
হার না মানার গান,
চলো এগিয়ে চলি এবার —
স্বপ্ন জয়ের পানে প্রাণ।
0 comments:
Post a Comment