বর্ষা-২
আরমান রশীদ
মেঘ, মেঘ মেঘমালা -
জল জলরাশি,
প্রভাত থেকে দেখিনি আজ,
সুয্যিমামার হাঁসি।
নদী-নালা ভরছে সে আজ -
কিনারায় কিনারায়,
গাছপালা সব পড়ছে শুয়ে -
বাতাসের ইশারায়।
ঢাকছে গরু মাচ্ছে শোনা,
পখির কলরব,
এদিক-ওদিক, উতাল-পাতাল -
ছুটছে যেন সব।
গুডুম-গুঞ্জুম মেঘের আওয়াজ -
বিদ্যুৎ ঝলকানি,
দিচ্ছে জানান সকলেরে -
আসলে ঋতুর রানী।
0 comments:
Post a Comment