মা মেঘের কান্না
আরমান রশীদ
বৈশাখ মাসের কষ্ট নিয়ে -
মেঘ ডাকছে আমার বুকে,
বোনটি আমার হারিয়ে গেছে -
ডেকে উঠছে আমার বুকে।
প্রতি বছর বোনটি আমার -
হারিয়ে যায় অনেক দূরে,
জায়নামাযে মা বসে -
কাঁদছে সে করুন সুরে।
মেঘের পথ চিনে যদি -
বোনটি আসে ফিরে,
মা বলেছে মিলাদ দেবে -
আমন ধানের ক্ষীরে।
0 comments:
Post a Comment